মহররমের চাঁদ এলো ঐ কাঁদাতে ফের দুনিয়ায়...
https://parstoday.ir/bn/news/iran-i73255-মহররমের_চাঁদ_এলো_ঐ_কাঁদাতে_ফের_দুনিয়ায়...
ইরানে আগামীকাল থেকে শুরু হচ্ছে ইসলামি বিশ্বের শোকের মাস মহররম। এ মাসেই নরপুশু ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন নবীজির দৌহিত্র, হজরত আলী(আ) এবং হজরত ফাতিমা(সা. আ)এর পুত্র হজরত হোসাইন(আ) এবং তার ৭২ জন পবিত্র সঙ্গী। ইয়াজিদের ঘাতক বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি ছয়মাসের দুগ্ধপোষ্য শিশু হজরত আলী আসগর(আ)।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ৩১, ২০১৯ ১৭:১৯ Asia/Dhaka
  • বাজারে বুজুর্গের শোকপণ্যের সামাহার
    বাজারে বুজুর্গের শোকপণ্যের সামাহার

ইরানে আগামীকাল থেকে শুরু হচ্ছে ইসলামি বিশ্বের শোকের মাস মহররম। এ মাসেই নরপুশু ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন নবীজির দৌহিত্র, হজরত আলী(আ) এবং হজরত ফাতিমা(সা. আ)এর পুত্র হজরত হোসাইন(আ) এবং তার ৭২ জন পবিত্র সঙ্গী। ইয়াজিদের ঘাতক বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি ছয়মাসের দুগ্ধপোষ্য শিশু হজরত আলী আসগর(আ)।

শোকপণ্য তৈরি করার কাজও চলছে জোরেশোরে

শোকাবহ দুঃসহ সে স্মৃতি স্মরণে মহররমের প্রথম দিন থেকে আশুরা বা ১০ তারিখ পর্যন্ত গোটা ইরান শোকে উদ্বেল হয়ে ওঠে। মহররমকে ঘিরে ইরান জুড়ে শুরু হয় শোক অনুষ্ঠান এবং দোয়ার মাহফিল। তেহরানের প্রতি পাড়ায় পাড়ায় এক বা একাধিক শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারীরাও শোকপণ্য কিনতে আসেন

ঐতিহ্যগত ভাবে এ সব শোক অনুষ্ঠানে বিশেষ শোকপণ্য ব্যবহার করা হয়। তাই মহররম মাস আসার আগেই তেহরানে বাজারে বুজুর্গ বা বড়ো বাজারে শোকপণ্যের সম্ভার দেখা যায়। বছরের অন্য সময়ে এ সব পণ্য যে একদম পাওয়া যাবে না তা নয় তবে এতো ব্যাপক সমাহার দেখা যাবে না। এখানকার ছবিগুলো প্রকাশ করেছে ইরানের সেরাত নিউজ। 

পার্সটুডে/মূসা রেজা/৩১