তাসুয়ার শোকানুষ্ঠান: হোসেইন (আ)-এর পথে চলার শপথ তেহরানের শোকার্ত জনতার
https://parstoday.ir/bn/news/iran-i73512-তাসুয়ার_শোকানুষ্ঠান_হোসেইন_(আ)_এর_পথে_চলার_শপথ_তেহরানের_শোকার্ত_জনতার
আজ (সোমবার) তাসুয়া বা মহররমের ৯ তারিখের ঐতিহ্যবাহী শোক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানের বাজারে বুজুর্গ বা বড় বাজারে শোকার্ত মানুষের ঢল নেমেছে। ঐতিহ্যবাহী বিভিন্ন শোক অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে হজরত হোসেইন (আ)-এর পথে চলার শপথ পুনরায় ব্যক্ত করেছেন তারা।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১৮:৪৩ Asia/Dhaka
  • তাসুয়ার শোকানুষ্ঠান: হোসেইন (আ)-এর পথে চলার শপথ তেহরানের শোকার্ত জনতার

আজ (সোমবার) তাসুয়া বা মহররমের ৯ তারিখের ঐতিহ্যবাহী শোক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানের বাজারে বুজুর্গ বা বড় বাজারে শোকার্ত মানুষের ঢল নেমেছে। ঐতিহ্যবাহী বিভিন্ন শোক অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে হজরত হোসেইন (আ)-এর পথে চলার শপথ পুনরায় ব্যক্ত করেছেন তারা।

তবারক তৈরির কাজে বড়দের সাথে যোগ দিয়েছে ছোট্ট সোনামণিরাও

বিশাল এ বাজারের কোনও দোকান-পাট খোলা ছিল না। ব্যবসার বদলে বাজারের গলিতে গলিতে চলেছে শোকানুষ্ঠান। ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে শোকানুষ্ঠানে তবারক হিসেবে বিলানো হয় সরবত, চা এবং খাবার। দোকান-পাট বন্ধ থাকা সত্ত্বেও শোকানুষ্ঠানে যোগদানরত নারী-পুরুষ কেউ অভুক্ত থাকেন নি।

রাতেও চলে মহররমের শোকানুষ্ঠান এবং চলবে আগামীকালও।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/৯