আইআরআইবি'র ওয়ার্ল্ড সার্ভিস গোটা বিশ্বে বিপ্লবের বার্তা পৌঁছে দিচ্ছে: পেইমান জেবেলি
https://parstoday.ir/bn/news/iran-i74251-আইআরআইবি'র_ওয়ার্ল্ড_সার্ভিস_গোটা_বিশ্বে_বিপ্লবের_বার্তা_পৌঁছে_দিচ্ছে_পেইমান_জেবেলি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রধান পেইমান জেবেলি বলেছেন, ইসলামি বিপ্লব কখনোই ইরানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আইআরআইবি'র ওয়ার্ল্ড সার্ভিস গোটা বিশ্বেই ইসলামি বিপ্লবের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
অক্টোবর ০৬, ২০১৯ ১৫:২৭ Asia/Dhaka
  • আইআরআইবি'র ওয়ার্ল্ড সার্ভিস গোটা বিশ্বে বিপ্লবের বার্তা পৌঁছে দিচ্ছে: পেইমান জেবেলি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রধান পেইমান জেবেলি বলেছেন, ইসলামি বিপ্লব কখনোই ইরানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আইআরআইবি'র ওয়ার্ল্ড সার্ভিস গোটা বিশ্বেই ইসলামি বিপ্লবের বার্তা ছড়িয়ে দিচ্ছে।

তিনি আজ (রোববার) আইআরআইবি'র কনফারেন্স হলে সফ্ট ওয়ার বা কোমল যুদ্ধ সংক্রান্ত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

পেইমান জেবেলি আরও বলেন, আমাদের প্রতিযোগীরা চায় না ইসলামি বিপ্লবের বার্তা বিশ্বব্যাপী পৌঁছে যাক। কিন্তু গোটা বিশ্বের সাধারণ মানুষ ইসলামি বিপ্লবের বার্তা শুনতে চায়। শত্রুদের ব্যাপক ষড়যন্ত্র সত্ত্বেও বিশ্ব কার্যক্রম তার দায়িত্ব দৃঢ়তার সঙ্গে অব্যাহত রেখেছে বলে তিনি জানান।

এ সময় তিনি আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের সাত জন শহীদের প্রশংসা করে বক্তব্য রাখেন। এর মধ্যে রয়েছেন শহীদ মায়া নাসের। ২০১২ সালে সিরিয়ায় প্রেস টিভির জন্য রিপোর্ট তৈরির সময় তিনি সন্ত্রাসীদের গুলিতে শাহাদাৎবরণ করেন।

আজকের অনুষ্ঠানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরআইবি'র প্রধান আব্দুল আলী আলী-আসগারিও উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।