শত্রুর সামান্যতম আগ্রাসনের কঠোরতম জবাব দেবে ইরান: আইআরজিসি
(last modified Thu, 24 Oct 2019 00:48:00 GMT )
অক্টোবর ২৪, ২০১৯ ০৬:৪৮ Asia/Dhaka
  • আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ
    আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর সামান্যতম আগ্রাসনের কঠোরতম জবাব দেবে। আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ বুধবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে এক সামরিক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি মধ্যপ্রাচ্যে শত্রুর নানামুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, আমেরিকা ও ইউরোপ শুধুমাত্র দায়েশের (আইএস) মতো একটি উগ্র জঙ্গি গোষ্ঠী সৃষ্টি করার জন্য শত শত কোটি ডলার অর্থ খরচ করেছে। অথচ এই জঙ্গি গোষ্ঠীকে তারা টিকিয়ে রাখতে পারেনি বরং ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে।

ইরানকে মোকাবিলা করার জন্য আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে ব্যাপক সমরসজ্জা করেছে তখন আইআরজিসি’র মুখপাত্র এই সতর্কবাণী উচ্চারণ করলেন।

সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করছেন ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনেয়ী (ফাইল ছবি)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি এক ভাষণে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করাকে তার দেশের অকাট্য অধিকার বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে বিশ্বে বলদর্পী ও আধিপত্যকামী শক্তিগুলো অন্য দেশের ওপর যখন তখন আগ্রাসন ও গণহত্যা  চালাতে বিন্দুমাত্র পরোয়া করে না সেই বিশ্বে আত্মরক্ষার সব রকম কলাকৌশল রপ্ত ও ব্যবহার করার অধিকার সবার রয়েছে। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, শত্রুরা যতক্ষণ পর্যন্ত ইরানের সামরিক শক্তির প্রখরতা উপলব্ধি না করবে ততদিন ইরানকে হুমকি দিতেই থাকবে।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।