ইরান যে কোন ধরনের সেন্ট্রিফিউজ তৈরি করতে সক্ষম
https://parstoday.ir/bn/news/iran-i75004-ইরান_যে_কোন_ধরনের_সেন্ট্রিফিউজ_তৈরি_করতে_সক্ষম
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশ যেকোনো ধরনের সেন্ট্রিফিউজ বানাতে সক্ষম যার অর্থ হচ্ছে বিজ্ঞানের এক্ষেত্রে প্রত্যাশার চেয়েও বেশি উন্নতি করেছে ইরান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০৫, ২০১৯ ০৮:৫৫ Asia/Dhaka
  • সাংবাদিকদের ব্রিফ করছেন আলী আকবর সালেহি
    সাংবাদিকদের ব্রিফ করছেন আলী আকবর সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশ যেকোনো ধরনের সেন্ট্রিফিউজ বানাতে সক্ষম যার অর্থ হচ্ছে বিজ্ঞানের এক্ষেত্রে প্রত্যাশার চেয়েও বেশি উন্নতি করেছে ইরান।

গতকাল (সোমবার) তিনি নাতাঞ্জের শহীদ মোস্তফা আহমাদ রশান পরমাণু কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন। সালেহি বলেন, কিছু মানুষ আছে যারা পরমাণু প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখে না অথচ এ সম্পর্কে অযৌক্তিক-অসত্য কথাবার্তা বলে যা অস্বস্তির কারণ। এমনকি তারা বলে যে, পরমাণু স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে কিন্তু তাদের এসমস্ত কথাবার্তা আমাদের দৃঢ় মনোভাবে কোনো পরিবর্তন আনতে পারে নি। ইরানের জনগণ এটা নিশ্চিত করবে যে, তাদের পরমাণু স্থাপনার কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, আলী আকবর সালেহি গতকালই জানিয়েছেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনার আইআর-৬ সেন্ট্রিফিউজে গ্যাস ভরার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ইরানের পরমাণু ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে তার জন্য আমাদেরকে বহুপথ পাড়ি দিতে হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৫