প্রতিবেশী দেশগুলোকে পরমাণু ক্ষেত্রে সহযোগিতা করতে চাই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i75155-প্রতিবেশী_দেশগুলোকে_পরমাণু_ক্ষেত্রে_সহযোগিতা_করতে_চাই_ইরান
ইরান পরমাণু ক্ষেত্রে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আজ (রোববার) ইরানের জাতীয় আনবিক শক্তি সংস্থা'র প্রধান আলী আকবর সালেহি এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১০, ২০১৯ ১৯:৩৪ Asia/Dhaka
  • সালেহি
    সালেহি

ইরান পরমাণু ক্ষেত্রে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আজ (রোববার) ইরানের জাতীয় আনবিক শক্তি সংস্থা'র প্রধান আলী আকবর সালেহি এ তথ্য জানিয়েছেন।

গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেন তিনি। সালেহি বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু প্রযুক্তি ব্যবহার করা হলে এক হাজার মেগাওয়াট বিদ্যুত প্রতি গড়ে ৭০ লাখ টন গ্রিন হাউস গ্যাস নির্গমন কমবে।

বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, আগামী আট বছরে ইরান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন তিন হাজার মেগাওয়াটে নিয়ে যাবে।

তিনি বলেন, যেসব দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে সই করেছে ও কয়েক বছরের মধ্যে গ্রিস হাউস গ্যাসের উৎপাদন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে তাদের জন্য পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে একটি ভালো সমাধান। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় দুই হাজার ইরানি বিশেষজ্ঞ কাজ করছেন বলে তিনি জানান।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।