আইএইএ ইরানের অকাট্য অধিকার রক্ষা করবে: ইরানের আশাবাদ
-
নাতাঞ্জ পরমাণু স্থাপনা পরিদর্শন করছেন প্রেসিডেন্ট হাসান রুহানি (ফাইল ছবি)
ইরান বলেছে, সেদেশের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো সংরক্ষণ করার অকাট্য অধিকার তার রয়েছে। এ ছাড়া, এ ধরনের স্থাপনাকে সুরক্ষা দেয়ার যে আন্তর্জাতিক আইন রয়েছে আইএইএ তা রক্ষা করবে বলেও তেহরান আশা প্রকাশ করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল (বৃহস্পতিবার) এক সাক্ষাৎকারে এ আশা প্রকাশ করেন।
ইরান গত ২৮ অক্টোবর আইএইএ’র একজন নারী পরিদর্শককে তার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় প্রবেশ করতে দেয়নি। ওই পরিদর্শকের কাছে সন্দেহজনক নাইট্রেট বিস্ফোরক দ্রব্য থাকায় তাকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ওই স্থাপনায় প্রবেশে বাধা দিয়েছে ইরান।
মুসাভি বলেন, ইরানের পরমাণু স্থাপনা সংরক্ষণের জন্য যেসব আইন তৈরি করা হয়েছে আইএইএ’কে সেসবের প্রতি সম্মান দেখাতে হবে। কারণ, নিজের স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষা করার জন্য ইরান এসব আইন তৈরি করেছে।
ইরান ওই নারী পরিদর্শকের বিষয়টি উপযুক্ত দলিল-প্রমাণসহ তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আইএইএ’কে অবহিত করে। এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা এখন ওই চিঠির ব্যাপারে আইএইএ’র জবাবের অপেক্ষায় রয়েছি এবং আশা করছি সংস্থাটি দায়িত্বশীল জবাব দেবে।”#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।