ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটে আবার আগুন দিল দুর্বৃত্তরা
https://parstoday.ir/bn/news/iran-i75617-ইরাকের_নাজাফ_শহরের_ইরানি_কনস্যুলেটে_আবার_আগুন_দিল_দুর্বৃত্তরা
ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটে দুস্কৃতকারীরা আবার আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরাকের টিভি চ্যানেল সুমারিয়া নিউজ এ খবর জানিয়ে বলেছে, গতকাল (রোববার) রাতে ইরানি কনস্যুলেটে আবার আগুন দেয়া হয়।নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তরও এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, ফায়ার ব্রিগেডের কয়েকটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৯ ০৬:৫১ Asia/Dhaka
  • গতরাতের আগুনে ইরানি কনস্যুলেট পুরোপুরি ভস্মিভূত হয়ে যায়
    গতরাতের আগুনে ইরানি কনস্যুলেট পুরোপুরি ভস্মিভূত হয়ে যায়

ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটে দুস্কৃতকারীরা আবার আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরাকের টিভি চ্যানেল সুমারিয়া নিউজ এ খবর জানিয়ে বলেছে, গতকাল (রোববার) রাতে ইরানি কনস্যুলেটে আবার আগুন দেয়া হয়।নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তরও এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, ফায়ার ব্রিগেডের কয়েকটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে গত বুধবার রাতে মুখে মাস্ক পরিহিত একদল দুর্বৃত্ত ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটের একাংশে আগুন ধরিয়ে দেয়।ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় পরদিন বুধবার সকালে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘোষণা করে, বিদেশি ষড়যন্ত্রে ইরাকের কিছু উগ্র গোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে। ঘোষণায় বলা হয়, ইরাকি কনস্যুলেটে হামলাকারীরা নাজাফ শহরের অধিবাসী নয়।

ইরাকে বেকার সংকট ও প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। তবে বিক্ষোভের অজুহাতে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য পারস্য উপসাগরীয় কিছু আরব দেশ বিপুল অর্থের বিনিময়ে দুর্বৃত্তদের লেলিয়ে দিয়েছে বলে বিভিন্ন ইরাকি গণমাধ্যমে খবর বেরিয়েছে। দুর্বৃত্তরা নাজাফের আগে ইরাকের বসরা ও কারবালায় অবস্থিত ইরানি কনস্যুলেটেও হামলা চালায়।বসরা শহরের পুলিশ প্রধান সম্প্রতি জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরাকের চলমান সরকার বিরোধী বিক্ষোভ থেকে ফায়দা লোটার আপ্রাণ চেষ্টা করছে।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।