পশ্চিমাদের প্রেসক্রিপশন নব্য সাম্রাজ্যবাদের নমুনা: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i75646
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার ব্যাপারে পশ্চিমা দেশগুলো যে দিক-নির্দেশনা দিচ্ছে তা দায়িত্বজ্ঞানহীন এবং নব্য সাম্রাজ্যবাদী চিন্তার ফসল।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৯ ০৮:০১ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার ব্যাপারে পশ্চিমা দেশগুলো যে দিক-নির্দেশনা দিচ্ছে তা দায়িত্বজ্ঞানহীন এবং নব্য সাম্রাজ্যবাদী চিন্তার ফসল।

তিনি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষা করার ব্যাপারে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লির সাম্প্রতিক হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন। জেনারেল হাতামি বলেন, পশ্চিমারা হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো জটিল হবে।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী পার্লি গত ২৩ নভেম্বর বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে তিনি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের পর একটি মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করা এবং সৌদি আরবের তেল শোধনাগারে ইয়েমেনি হুথিদের হামলার প্রসঙ্গ উত্থাপন করেন।পার্লি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য একটি বিশেষ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন হয়ে পড়েছে।তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার নিস্ক্রিয় ভূমিকারও সমালোচনা করেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রসঙ্গে আরো বলেন, ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোকে ওই দুই দেশের সেনাবাহিনী ইরান ও রাশিয়ার সহযোগিতায় পরাজিত করেছে। আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা উল্টো এসব সন্ত্রাসী গোষ্ঠীকে নিজেদের স্বার্থে পৃষ্ঠপোষকতা দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যের জনগণ তাদের অঞ্চলে আমেরিকার জুলুম, অত্যাচার ও লুণ্ঠনের ইতিহাস কোনোদিন ভুলে যাবে না বলে মন্তব্য করেন জেনারেল হাতামি। তিনি বলেন, পশ্চিমা হস্তক্ষেপ ছাড়াই এ অঞ্চলের সার্বিক নিরাপত্তা রক্ষার মতো সক্ষমতা পারস্য উপসাগরীয় দেশগুলোর রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।