ইরানি বিজ্ঞানীকে কারাগারে সন্ত্রাসী বলে পরিচয় করিয়ে দিয়েছিল মার্কিন কর্মকর্তা
-
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিজ্ঞানী মাসুদ সোলাইমানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্টেম সেল বিজ্ঞানী ড. মাসুদ সোলাইমানিকে কারাগারে সন্ত্রাসী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল মার্কিন কর্মকর্তারা। আমেরিকার কারাগার থেকে মুক্তি পেয়ে ইরানে ফিরে গণমাধ্যমের কাছে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মাসুদ সোলাইমানি বলেন, কারা কর্মকর্তারা অন্য বন্দীদের কাছে তাকে একজন সন্ত্রাসী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, এই ব্যক্তি আমেরিকায় বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কারাগারের কঠিন দিনগুলোর কথা স্মরণ করে ইরানের এ বিজ্ঞানী বলেন, আমেরিকা হচ্ছে ইরান এবং ইরানের জনগণের এক নম্বর শত্রু।

২০১৮ সালের ২৫ অক্টোবর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি চিকিৎসা বিজ্ঞানী ও স্টেম সেল বিশেষজ্ঞ ড. মাসুদ সোলাইমানিকে শিকাগো বিমানবন্দর থেকে মার্কিন ফেডারেল পুলিশ বা এফবিআই আটক করে। আটকের সময় তার সঙ্গে বৈধ কাগজপত্র ও ভিসা ছিল।
বিনা অভিযোগে এবং আদালতের কোনো নির্দেশ ছাড়াই এফবিআই এতদিন ইরানের এ বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষককে আটলান্টা শহরের একটি কারাগারে আটকে রেখেছিল। তাকে এমন কারাগারে রাখা হয়েছিল যেখানে ভয়ঙ্কর অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বন্দী রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৮