সামরিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান হবে না: ইরান
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, সামরিক উপায়ে নয় বরং একমাত্র রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান হতে পারে। তিনি রোববার তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মাদ আদ-দেইলামির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইরান চায় ইয়েমেনের জনগণের মাধ্যমেই দেশটির চলমান সংকটের সমাধান হোক।সেইসঙ্গে ইরান ও ইয়েমেনের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করারও আহ্বান জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী।
সাক্ষাতে ইয়েমেনের রাষ্ট্রদূত জেনারেল হাতামির কাছে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ নাসের আল-আতেফি এবং সেনাপ্রধান জেনারেল মোহাম্মাদ আল-ঘুমারি’র সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।তিনি ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।
ইব্রাহিম মোহম্মাদ আদ-দেইলামি ইয়েমেনের সরকার ও জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।