সিরিয়ায় জেনারেল হাজিযাদে’র শাহাদাতের খবর ভিত্তিহীন: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i76154-সিরিয়ায়_জেনারেল_হাজিযাদে’র_শাহাদাতের_খবর_ভিত্তিহীন_আইআরজিসি
সিরিয়া সফররত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিযাদে শহীদ হয়েছেন বলে যে খবর প্রচারিত হয়েছে তাকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে আইআরজিসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৯ ০৮:১০ Asia/Dhaka
  • জেনারেল হাজিযাদে\'র নেতৃত্বাধীন অ্যারোস্পেস ডিভিশন গত জুনে ইরানের আকাশসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে
    জেনারেল হাজিযাদে\'র নেতৃত্বাধীন অ্যারোস্পেস ডিভিশন গত জুনে ইরানের আকাশসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে

সিরিয়া সফররত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিযাদে শহীদ হয়েছেন বলে যে খবর প্রচারিত হয়েছে তাকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে আইআরজিসি।

রোববার রাতে সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল হাজিযাদে শহীদ হয়েছেন বলে কোনো কোনো  আরব সংবাদ সূত্র খবর দিয়েছিল এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে দ্রুত সে গুজব ছড়িয়ে দেয়া হয়।

আইআরজিসি’র সংবাদ সংস্থা ‘সেপাহ নিউজ’ জানিয়েছে, জেনারেল হাজিযাদে’র শাহাদাতের খবরকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ।

ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ

তিনি বলেন, “আমরা এর আগেও বলেছি, ইরানের শত্রুরা তাদের মনের অশুভ কামনাগুলিকে গুজব আকারে ছড়িয়ে দেয়।” তিনি আরো বলেন, “জেনারেল হাজিযাদে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সিরিয়ায় তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।”

আইআরজিসি’র মুখপাত্র বলেন, শত্রুদের এ অপচেষ্টার বিষয়টি আগে থেকে বিশ্ব জনমতের জানা থাকার কারণে তারা জেনারেল হাজিযাদে’র শাহাদাতের গুজবে কান দেয়নি।

জেনারেল শারিফ বলেন, আইআরজিসি’র প্রতিটি সদস্য শাহাদাতের আকাঙ্ক্ষা বুকে ধারণ করেন এবং শহীদ হয়ে যাওয়াকে গর্বের বিষয় বলে মনে করেন।

তবে যারা গুজব ছড়ায় তারা এরপর কোনো খবর যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকবে বলে আশা প্রকাশ করে জেনারেল শারিফ বলেন, এর ফলে তারাই হাসির পাত্র হওয়া থেকে রক্ষা পাবে।#          

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।