আগামী মার্চ থেকে রেলপথে সংযুক্ত হবে ইরান ও আফগানিস্তান
https://parstoday.ir/bn/news/iran-i76285-আগামী_মার্চ_থেকে_রেলপথে_সংযুক্ত_হবে_ইরান_ও_আফগানিস্তান
আগামী মার্চ মাস থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আফগানিস্তান রেলপথে সংযুক্ত হবে। এজন্য দু দেশের মধ্যে রেল লাইন নির্মাণের কাজ চলছে এবং তা প্রায় শেষ হওয়ার পথে রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৯:৪৯ Asia/Dhaka
  • ইরান-আফগানিস্তান রেল লাইন নির্মাণের কাজ চলছে
    ইরান-আফগানিস্তান রেল লাইন নির্মাণের কাজ চলছে

আগামী মার্চ মাস থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আফগানিস্তান রেলপথে সংযুক্ত হবে। এজন্য দু দেশের মধ্যে রেল লাইন নির্মাণের কাজ চলছে এবং তা প্রায় শেষ হওয়ার পথে রয়েছে।

ইরানের পরিবহন বিষয়ক উপমন্ত্রী আব্বাস খাতিবি গতকাল (শনিবার) জানিয়েছেন, রেল লাইন নির্মাণের কাজ শেষ হওয়ার পর আফগানিস্তানের সঙ্গে ইরান যুক্ত হয়ে যাবে এবং এর মাধ্যমে ইরানের পূর্বাঞ্চলীয় কাহফ শহর থেকে আফগানিস্তানের হেরাত শহর পর্যন্ত এ রেল লাইন যুক্ত থাকবে।

তিনি জানান, ১৯১ কিলোমিটার রেল লাইনের মধ্যে আগামী মার্চ থেকে এপ্রিল মাসে বড় অংশের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে এবং দু'দেশের মধ্যে রেল যোগাযোগ শুরু হবে। এরইমধ্যে ইরান তার অংশের ১৩৯ কিলোমিটার রেল লাইন নির্মাণের কাজ শেষ করেছে। রেল লাইন নির্মাণের চতুর্থ ধাপে আরো কিছু কাজ বাকি আছে যা ইতালির ঠিকাদারের মাধ্যমে শেষ করা হবে।

ইরান এবং আফগানিস্তানের মধ্যে রেল যোগাযোগ শুরু হলে দু দেশের আন্তঃবাণিজ্য বিরাটভাবে বেড়ে যাবে। আফগানিস্তানে যদিও খুব সক্রিয় রেল লাইন নেই তবে এ রেল লাইন ব্যবহার করে আফগানিস্তান মধ্য এশিয়ার আরো কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে সক্ষম হবে।#

পার্সটুডে/এসআইবি/২৯