ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক দেশগুলোকে সহযোগিতা দিতে প্রস্তুত ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77043-ট্রাম্পের_শান্তি_চুক্তি’র_বিরুদ্ধে_লড়াইয়ে_আঞ্চলিক_দেশগুলোকে_সহযোগিতা_দিতে_প্রস্তুত_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথিত শান্তি চুক্তির যে পরিকল্পনা প্রকাশ করেছেন তার বিরুদ্ধে আঞ্চলিক যেসব দেশ লড়াই করতে চাই তাদেরকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তেহরান। ট্রাম্পের ঘোষিত এই কথিত ডিল অব দ্য সেঞ্চুরি এরইমধ্যে মুসলিম উম্মাহর জন্য মারাত্মক ঝুঁকি' সৃষ্টি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৯, ২০২০ ১৮:০৩ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস মুসাভি
    সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথিত শান্তি চুক্তির যে পরিকল্পনা প্রকাশ করেছেন তার বিরুদ্ধে আঞ্চলিক যেসব দেশ লড়াই করতে চাই তাদেরকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তেহরান। ট্রাম্পের ঘোষিত এই কথিত ডিল অব দ্য সেঞ্চুরি এরইমধ্যে মুসলিম উম্মাহর জন্য মারাত্মক ঝুঁকি' সৃষ্টি করেছে।

আব্বাস মুসাভি বলেন, যেহেতু এখন মুসলিম উম্মাহ চ্যালেঞ্জের মুখে সে কারণে পুরো উম্মাহর ঐক্যের কথা বিবেচনা করেই ইরান আঞ্চলিক দেশগুলোকে কোনো রকমের পার্থক্য না করে সহযোগিতা করতে প্রস্তুত। ইরানের মুখপাত্র তার নিজের টুইটার অ্যাকাউন্টে এসব কথা বলেছেন।

কথিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রকাশ করছেন প্রেইডেন্ট ট্রাম্প

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। হোয়াইট হাউস দাবি করছে- এটি হচ্ছে সবচেয়ে বাস্তবভিত্তিক ও বিস্তারিত শান্তিচুক্তির পরিকল্পনা যা ইসরাইল, ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে নিরাপদ করে তুলবে। ট্রাম্পের চুক্তি বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও হোয়াইট হাউস দাবি করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।