‘সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতা দিতে প্রস্তুত ইরান’
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ২১:২৭ Asia/Dhaka
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বন্ধুপ্রতিম সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহযোগিতা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
আজ (শনিবার) রাজধানী তেহরানে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর ও. পেডারসেনের সঙ্গে এক বৈঠকে জাওয়াদ জারিফ এসব কথা বলেন। জাওয়াদ জারিফ বলেন, সিরিয়া সংকটের একমাত্র সমাধান হচ্ছে রাজনৈতিক সংলাপ। এজন্য তিনি নতুন করে সংলাপে বসার আহ্বান জানান।
বৈঠকে দুপক্ষই সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করে। এ সফরে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি বৈঠক করবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৮
ট্যাগ