সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিস্থিতি খারাপ করবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i7744-সিরিয়ায়_মার্কিন_সেনা_মোতায়েন_পরিস্থিতি_খারাপ_করবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনিসারি বলেছেন, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন করা হলে তাতে পরিস্থিতি আরো খারাপ হবে। সিরিয়ায় নতুন করে অন্তত আড়াইশ সেনা মোতায়েন করবে বলে খবর বের হওয়ার পর আনসারি এ মন্তব্য করলেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ২৫, ২০১৬ ১৮:৪২ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিস্থিতি খারাপ করবে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনিসারি বলেছেন, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন করা হলে তাতে পরিস্থিতি আরো খারাপ হবে। সিরিয়ায় নতুন করে অন্তত আড়াইশ সেনা মোতায়েন করবে বলে খবর বের হওয়ার পর আনসারি এ মন্তব্য করলেন।

তিনি বলেন, “সিরিয়া সংকট শুরুর পর থেকেই আমরা বলে আসছি, দামেস্ক সরকারের সঙ্গে সমন্বয় না করে বিদেশি কোনো সেনা মোতায়েন করা হলে তাতে পরিস্থিতি খারাপ হবে।” তিনি বলেন, সিরিয়ায় যেকোনো ধরনের সেনা পাঠাতে হলে দেশটির সরকারের সঙ্গে সমন্বয় করে নিতে হবে। যেকোনো পরিস্থিতিতে ইরান সিরিয়ার সরকারকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে বলেও তিনি ঘোষণা করেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার আরো পরে প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে ঘোষণা দেবেন। নতুন সেনা মোতায়েন করা হলে সিরিয়ায় মার্কিন সেনা সংখ্যা হবে ৩০০। হোয়াইট হাউজ দাবি করছে, নতুন করে সেনা মোতায়েন করা হলে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই করতে সুবিধা হবে।

সিরিয়ায় যখন যুদ্ধবিরতি চলছে এবং দেশটির সংকট সমাধানে নানামুখী আলোচনা হচ্ছে তখন আমেরিকা এ পদক্ষেপ নিতে যাচ্ছে।#

সিরাজুল ইসলাম/২৪