ইরানের ইস্পাত রপ্তানি জানুয়ারি মাসে ৯৩ ভাগ বেড়েছে
https://parstoday.ir/bn/news/iran-i77547-ইরানের_ইস্পাত_রপ্তানি_জানুয়ারি_মাসে_৯৩_ভাগ_বেড়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জানুয়ারি মাসে ইস্পাত রপ্তানি শতকরা ৯৩ ভাগ বেড়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে অবৈধভাবে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ইরানের ইস্পাত রপ্তানি বাড়লো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১৯:০২ Asia/Dhaka
  • ইরানে উৎপাদিত ইস্পাত
    ইরানে উৎপাদিত ইস্পাত

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জানুয়ারি মাসে ইস্পাত রপ্তানি শতকরা ৯৩ ভাগ বেড়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে অবৈধভাবে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ইরানের ইস্পাত রপ্তানি বাড়লো।

ইরানে ইস্পাত উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইরানি মাইন্স অ্যান্ড মেটালস গ্রুপ চলতি বছরের প্রথম মাসে ছয় লাখ ৭৫ হাজার টন ইস্পাত রপ্তানি করেছে। চলতি বছরের ১০ মাসে (গত ২০ জানুয়ারি পর্যন্ত) এই প্রতিষ্ঠানটি ৫৮ লাখ ৮০ হাজার টন ইস্পাত রপ্তানি করেছে যা আগের বছরের চেয়ে শতকরা ২৫ ভাগ বেশি।

ইরানের একটি ইস্পাত কারখানা

এই রপ্তানির মধ্যে ইরানের বেসরকারি খাতের ছোটখাটো কারখানা যে সমস্ত ইস্পাত উৎপাদন করেছে তার কোনো হিসাব আনা হয় নি। এসব কারখানা তাদের পণ্য প্রধানত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করেছে।

চীনে বর্তমানে যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে তার ফলে আন্তর্জাতিক বাজারে চীনের রপ্তানি অনেকটা কমেছে। সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে ইরান।#

পার্সটুডে/এসআইবি/১৭