বন্দী বিনিময় চুক্তির পর জার্মানির এক নাগরিককে মুক্তি দেয়া হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77571-বন্দী_বিনিময়_চুক্তির_পর_জার্মানির_এক_নাগরিককে_মুক্তি_দেয়া_হয়েছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কারাগার থেকে একজন জার্মান বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। ইরান এবং জার্মানির মধ্যে বন্দী বিনিময় চুক্তি সই হওয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১৯:০৩ Asia/Dhaka
  • ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি
    ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কারাগার থেকে একজন জার্মান বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। ইরান এবং জার্মানির মধ্যে বন্দী বিনিময় চুক্তি সই হওয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি আজ (মঙ্গলবার) সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের একজন ব্যবসায়ী নাগরিক দুর্ভাগ্যজনকভাবে জার্মানিতে আটক হয়েছিলেন এবং তাকে প্রায় আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করার দ্বারপ্রান্তে পৌঁছেছিল জামান সরকার। এ অবস্থায় ইরানি নাগরিকের বিনিময়ে আমরা জার্মানির ওই নাগরিককে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিই।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি (বামে) ও পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

মার্কিন বেআইনি ও একতরফা নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ইরানি নাগরিক আহমাদ খালিলিকে জার্মানি আটক করেছিল। মুক্তি পাওয়ার পর তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার বিভাগের তৎপরতার প্রশংসা করেন।

গোলাম হোসেন ইসমাইলি জানান, ইরানের বেশ কয়েকটি নিষিদ্ধ স্থানে বেআইনিভাবে ছবি তোলার কারণে ওই জার্মান নাগরিককে আটক ও পরে তিন বছরের কারাদণ্ড হয়েছিল। আহমাদ খালিলির বিনিময়ে আমরা জার্মানির এ বন্দীকে মুক্তি দিয়েছি।#

পার্সটুডে/এসআইবি/১৮