প্রতিটি ভোট হবে শত্রুর মুখে চপেটাঘাত: আইআরজিসি প্রধান
-
আজ দিনব্যাপী ইরানের সংসদ নির্বাচন নির্বাচনের ভোটগ্রহণ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শুক্রবার ইরানের জনগণ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট দেবে তার প্রতিটি শত্রুর জন্য একেকটি চপেটাঘাত বলে গণ্য হবে।
গতকাল (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে জেনারেল সালামি সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচনে জনগণের অংশগ্রহণ শুধুমাত্র একটি ভোট দেয়া কিংবা একজন প্রতিনিধি নির্বাচন করা নয় বরং তার চেয়ে বেশি কিছু। বিশ্বের যারা আশা করেছিল যে, ইরানের নির্বাচনে জনগণ অংশ নেবে না তাদের জন্য প্রতিটি ভোট হবে একেকটি চপেটাঘাত।”

জেনারেল সালামি বলেন, ইরানের জনগণ প্রতিটি নির্বাচনে বিশ্বকে অবাক করে দিয়েছে এবং এবারও তারা নির্বাচনী কেন্দ্রে ব্যাপকভাবে উপস্থিতির মাধ্যমে নির্বাচনকে একটি সুন্দর ইভেন্টে পরিণত করবেন।
স্থানীয় সময় আজ সকাল ৮টা থেকে ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। এবারের নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে সাত হাজার প্রতিদ্বন্দ্বী অংশ নিচ্ছেন।#
পার্সটুডে/এসআইবি/২১