মহাকাশ প্রযুক্তিতে শীর্ষ ১০ দেশে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77740-মহাকাশ_প্রযুক্তিতে_শীর্ষ_১০_দেশে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান মহাকাশ গবেষণা প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দশটি দেশের অন্যতম প্রধান শক্তি। ইরানের হাই স্পেস কাউন্সিলের সচিব সাঈদ কুরবানী মহাকাশ শিল্প বিষয়ক সম্মেলনে দেয়া বক্তৃতায় একথা বলেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১৭:১৯ Asia/Dhaka
  • ইরানের একটি স্যাটেলাইট
    ইরানের একটি স্যাটেলাইট

ইসলামি প্রজাতন্ত্র ইরান মহাকাশ গবেষণা প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দশটি দেশের অন্যতম প্রধান শক্তি। ইরানের হাই স্পেস কাউন্সিলের সচিব সাঈদ কুরবানী মহাকাশ শিল্প বিষয়ক সম্মেলনে দেয়া বক্তৃতায় একথা বলেছেন।

বিশ্বের ৯২টি দেশ মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করে যাদের মধ্যে ৫২টি দেশ এ পর্যন্ত বিভিন্ন ধরনের স্যাটেলাইটের নকশা প্রণয়ন এবং তৈরি করতে সক্ষম হয়েছে।

সাঈদ কুরবানী বলেন, সম্প্রতি জাফার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলেও তা কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে তবে জাফার স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে না পারা কোনো ব্যর্থতা নয় কারণ ওই স্যাটেলাইটের যে বহনকারী রকেট ছিল তার গতি ছিল সন্তোষজনক।

জাফার-২ স্যাটেলাইটের নকশা তৈরি এবং টেলিকমিউনিকেশনের জন্য নাহিদ নামে আরেকটি নতুন স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। এ দুটি স্যাটেলাইটের নকশা প্রণয়ন এবং নির্মাণ মহাকাশ গবেষণা প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় ধরনের সফলতা। ইরানি এ কর্মকর্তা বলেন, মহাকাশ শিল্পে দেশের বেসরকারি খাতের উদ্যোক্তারা এগিয়ে আসতে পারেন, তাদের জন্য দরজা খোলা আছে।

তিনি বলেন, ইরানের মহাকাশ গবেষণা শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আশাব্যঞ্জক। এক্ষেত্রে এগিয়ে আসা উদ্যোক্তাদের সরকার সমর্থন দেবে।#

পার্সটুডে/এসআইবি/২৫