ইরান:
করোনায় আক্রান্তের সংখ্যা হ্রাসের ঘটনা প্রমাণ করছে গৃহীত পদক্ষেপ সঠিক ছিল: রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন: করোনায় আক্রান্তের সংখ্যা হ্রাসের ঘটনা প্রমাণ করছে আমাদের গৃহীত পদক্ষেপ সঠিক ছিল। সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে জনগণের সহযোগিতার প্রশংসা করে মন্ত্রীসভার বৈঠকে তিনি আজ বলেন: ইরানের সকল প্রদেশেই করোনা রোগীর সংখ্যা কমছে।
এটা প্রমাণ করছে করোনাভাইরাস মোকাবেলায় আমাদের চিকিৎসক সমাজ এবং জনগণের জন্য সঠিক পন্থাই নির্বাচন করতে পেরেছি। বিশ্বের উন্নত দেশগুলোর পরিস্থিতির সঙ্গে তুলনা করলে ইরান সম্পর্কে শত্রুদের অপপ্রচারণার বিষয়টি প্রমাণ হয়ে যায়।
তিনি বলেন মাস্ক, গ্লভসসহ জীবাণুমুক্ত করার বিভিন্ন সামগ্রী উৎপাদনে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তিগতভাবেও অনেকেই এগিয়ে এসে এগুলোর চাহিদা পূরণ করেছে। বিশ্বের শিল্পোন্নত বহু দেশের তুলনায় স্যানিটাইজার সামগ্রীর মতো চিকিৎসা সরঞ্জামাদি উৎপাদনে ইরান অনেক এগিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন: ইরানের হাসপাতালগুলোতে ভেন্টিলেটর, পিপিই কিংবা করোনা শনাক্তকারী কিট যথেষ্ট পরিমাণে সরবরাহ করা হয়েছে।
করোনাভাইরাস বিস্তারের ঘটনায় ইরানি জাতির সঙ্গে আমেরিকার শত্রুতার বিষয়টি সুস্পষ্ট হয়ে গছে বলে প্রেসিডেন্ট রুহানি উল্লেখ করেন। আমেরিকা বিশ্বের এই সংকটতম পরিস্থিতি থেকেও শিক্ষা নেয় নি বলে রুহানি দু:খ প্রকাশ করেন। তিনি বলেন: তাদের ভুল পথ থেকে ফিরে আসার এটা একটা মোক্ষম সুযোগ ছিল।
প্রেসিডেন্ট রুহানি মার্কিন নিষেধাজ্ঞার মতো অবৈধ ও জঘন্য কর্মকাণ্ডের ভেতরেও দেশের সম্ভাব্য অর্থনৈতিক কর্মকাণ্ডের সমস্যা নিরসনের জন্য এক হাজার কোটি ডলার অনুদান ঘোষণা করেছেন।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।