করোনা মোকাবেলায় 'স্মার্ট দূরত্ব' বজায় রাখার নতুন পদ্ধতি গ্রহণ করা হবে: রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশে মহামারি করোনাভাইরাস বা কোভিড-১৯’র প্রাদুর্ভাব রোধ করার জন্য চলমান সামাজিক দূরত্ব বজায় রাখার পরিকল্পনার সঙ্গে আরো একটি নতুন স্পার্ট দূরত্ব যোগ হতে যাচ্ছে।
আজ (শনিবার) করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিষয়ক জাতীয় দফতরে দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট রুহানি বলেন, দেশের মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রথম এবং দ্বিতীয় পদক্ষেপ করোনা নিয়ন্ত্রণে ভালো সফলতা বয়ে এনেছে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, "বর্তমানে আমরা জনগণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার তৃতীয় স্তর বাস্তবায়ন করছি। এখানে 'স্মার্ট দূরত্ব' সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খুব শিগরগিরই প্রকাশ করা হবে।"
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখার উদ্যোগের অংশ হিসেবে ইরান দেশের বিভিন্ন পেশা শ্রেণি এবং শহর ও আন্তঃনগরের যোগাযোগের ক্ষেত্রে বিশেষ কিছু সুনির্দিষ্ট বিধি-নিষেধ আরোপ করেছে। চলমান সামাজিক দূরত্ব বজার রাখার ফলে কী ধরনের প্রভাব পড়ছে এবং পরবর্তীতে আরো করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট রুহানি আজকের বৈঠকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত বিভিন্ন দফতরের কমিটিকে সঠিক পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।
এদিকে, আজ এক ভিডিও কনফারেন্সে ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিচি সাংবাদিকদের বলেন, "কয়েকটি মূলনীতির ওপর 'স্মার্ট দূরত্ব' বাস্তবায়ন করা হবে। এসবের মধ্যে একটি মূলনীতি হচ্ছে আমরা করোনাভাইরাস এবং মার্কিন নিষেধাজ্ঞাগুলোর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করব। ফলে এই স্মার্ট দূরত্ব বজায় রাখার কৌশলে আমাদেরকে অর্থনৈতিক ইস্যুগুলো বিবেচনায় নিতে হবে।"#
পার্সটুডে/এমবিএ/এআর/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।