‘করোনার মধ্যে ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের নিয়ে চিন্তিত ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i78973-করোনার_মধ্যে_ইসরাইলি_কারাগারে_আটক_ফিলিস্তিনি_বন্দীদের_নিয়ে_চিন্তিত_ইরান’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি বলেছেন, করোনাভাইরাসের ভেতরে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের নিয়ে বিশেষভাবে চিন্তিত তেহরান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোন সংলাপে ইরানের এ উদ্বেগের কথা জানিয়েছেন ইবরাহিম রাইসি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১০, ২০২০ ১৮:৩৬ Asia/Dhaka
  • হানিয়া (বামে) ও রাইসি
    হানিয়া (বামে) ও রাইসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি বলেছেন, করোনাভাইরাসের ভেতরে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের নিয়ে বিশেষভাবে চিন্তিত তেহরান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোন সংলাপে ইরানের এ উদ্বেগের কথা জানিয়েছেন ইবরাহিম রাইসি।

ইসরাইলের কারাগারে প্রায় ছয় হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এছাড়া ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষ একপ্রকার কারাগারে বন্দি কারণ পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন। ২০০৭ সাল থেকে গাজার অপর অবরোধ দিয়ে রেখেছে ইহুদিবাদী ইসরাইল।

ইবরাহিম রাইসি বলেন, “৫,৮০০ ফিলিস্তিনীকে বন্দি করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। আমরা তাদের জীবন নিয়ে চিন্তিত বিশেষ করে ২০০ নারী ও শিশুর কঠিন জীবনযাপনের কথা চিন্তা করে উদ্বিগ্ন।”

ইবরাহিম রাইসি বলেন, বিনা অপরাধে ফিলিস্তিনিদের কারাগারে রাখা হয়েছে এবং এই মুহূর্তে সবকিছুর চেয়ে তাদের মুক্তি জরুরি কারণ এখন করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধ, পরিষ্কার-পরিচ্ছন্নতার উপায়-উপকরণ, চিকিৎসা সেবা এবং গাজার ওপর ইসরাইলের অবরোধ আরাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইবরাহিম রাইসি।#

পার্সটুডে/এসআইবি/১০