নিষেধাজ্ঞা হলো করোনা ভাইরাসের পঞ্চম স্তম্ভ : জাতিসংঘে ইরান
(last modified Mon, 13 Apr 2020 14:13:19 GMT )
এপ্রিল ১৩, ২০২০ ২০:১৩ Asia/Dhaka
  • জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন
    জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন

কোভিড-১৯ কে নিষেধাজ্ঞার পঞ্চম পিলার বলে উল্লেখ করেছে ইরান। জাতিসংঘে ইরানের প্রতিনিধিদলের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে আজ ওই মন্তব্য করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: যে পদক্ষেপই কোনো একটি দেশের ওপর সংকট মোকাবেলায় সীমাবদ্ধতা আরোপ করে সেরকম পদক্ষেপ রোগব্যাধি বিস্তারের যেমন কারণ হয়ে ওঠে তেমনি মহামারি মোকাবেলার ক্ষেত্রে বিশ্বকেও দুর্বল করে তোলে। করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের চেষ্টা তৎপরতার ওপর দেওয়া ইরানি প্রতিনিধিদের দফতর থেকে দেওয়া বিবৃতিতে এই মন্তব্য করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে ইরানের মতো একটি দেশ যখন করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তার মোকাবেলা করছে সেই মুহূর্তে মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ রোগের চিকিৎসা এবং ভাইরাসের বিস্তার রোধের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।