আফগান নাগরিকদের নির্যাতন করার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i79588-আফগান_নাগরিকদের_নির্যাতন_করার_অভিযোগ_প্রত্যাখ্যান_করল_ইরান
ইরান-আফগান সীমান্তে কিছু আফগান নাগরিককে নির্যাতনের ঘটনায় ইরানি সীমান্তরক্ষীদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৪, ২০২০ ১০:৫৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরান-আফগান সীমান্তে কিছু আফগান নাগরিককে নির্যাতনের ঘটনায় ইরানি সীমান্তরক্ষীদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, “একদল আফগান নাগরিকের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা আফগানিস্তানের ভূমিতে ঘটেছে এবং ইরানের সীমান্তরক্ষী বাহিনী এ ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।”

গতকাল (রোববার) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অবৈধ অনুপ্রবেশ রুখতে আফগান নাগরিকদের নির্যাতন করে সীমান্তবর্তী একটি নদীতে ফেলে দিয়েছে।

মুসাভি এ সম্পর্কে আরো বলেন, অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আফগান কর্মকর্তাদের সহযোগিতায় এ বিষয়ে তদন্ত শুরু করেছে ইরান।

হারিরুদ নদী (ফাইল ছবি)

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, দেশটির হেরাত প্রদেশের সীমান্ত দিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করার সময় অন্তত ৭০ জন আফগান নাগরিককে মেরে ‘হারিরুদ’ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে তারা খবর পেয়েছেন এবং এ বিষয়ে কাবুল তদন্ত শুরু করেছে।

আফগানিস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের উপর দিয়ে বয়ে গেছে হারিরুদ নদী। ইরানে বর্তমানে লাখ লাখ আফগান অবৈধ অভিবাসী অবস্থান করছেন এবং তাদের পেছনে ইরানের বার্ষিক ব্যয় প্রায় ৮০০ কোটি ডলার।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।