‘সাদা’ ঘোষিত ইরানের ১৫৭ শহরে জুমার নামাজ আবার শুরু
https://parstoday.ir/bn/news/iran-i79707-সাদা’_ঘোষিত_ইরানের_১৫৭_শহরে_জুমার_নামাজ_আবার_শুরু
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় ‘সাদা’ ঘোষিত ইরানের ১৫৭ শহরে আজ আবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ২১ প্রদেশের এসব শহরে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে এসব জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২০ ১৭:৫৯ Asia/Dhaka
  • সামাজিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজ অনুষ্ঠিত হয়
    সামাজিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজ অনুষ্ঠিত হয়

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় ‘সাদা’ ঘোষিত ইরানের ১৫৭ শহরে আজ আবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ২১ প্রদেশের এসব শহরে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে এসব জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

ইরানের জুমার নামাজ সংক্রান্ত নীতি নির্ধারণী পরিষদের উপ প্রধান আলী নূরি এ সম্পর্কে বলেছেন, সাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জুমার নামাজের খুতবার আগের বয়ান বাতিল করে সংক্ষিপ্ত খুতবা ও নামাজ অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, করোনা মোকাবিলার বৃহত্তর স্বার্থে কোনো প্রদেশের কেন্দ্রীয় শহরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ যে ১৫৭ শহরে আজ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে সেগুলোর মধ্যে রাজধানী তেহরানসহ বড় কোনো শহর ছিল না। বেশিরভাগ গ্রাম-গঞ্জ ও মফস্বল শহরগুলো জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

ইরানের গোলেস্তান প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের আগে খুতবা দিচ্ছেন খতিব

ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত মার্চ মাসের গোড়ার দিকে সারাদেশের মসজিদগুলো বন্ধ করে দেয়া হয় এবং একইসঙ্গে জুমার নামাজও স্থগিত করা হয়।  গত সপ্তাহে প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশে করোনার মাত্রা বিবেচনায় নিয়ে সারাদেশকে লাল, হলুদ ও সাদা এই তিনভাগে বিভক্ত করা হয়। এরপর সাদা হিসেবে চিহ্নিত শহরগুলোর বাণিজ্যিক তৎপরতা শুরু করার পাশাপাশি সেসব শহরের মসজিদগুলো মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।