বাজে কথা না বলে ইরানি পণবন্দীদের মুক্তি দিন: ওয়াশিংটনকে তেহরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বাজে কথা বন্ধ করে আমেরিকার উচিত ইরানি পণবন্দীদেরকে মার্কিন কারাগার থেকে মুক্তি দেয়া।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক ডেপুটি সেক্রেটারি কেন কাচ্চিনেলি গতকাল সোমবার বলেছেন, আমেরিকা ইরানি বন্দীদের মুক্তি দিতে চায় কিন্তু ইরান এ ব্যাপারে আন্তরিক নয়। কাচ্চিনেলির এই বক্তব্যের জবাবে সাইয়্যেদ আব্বাস মুসাভি আমেরিকাকে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করার আহ্বান জানান।

তিনি আরো বলেছেন, “২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলে আসছেন, সার্বজনীন বন্দিবিনিময় চুক্তি প্রস্তুত রয়েছে এবং ওয়াশিংটনকে দায়িত্বশীলতার সঙ্গে মার্কিন কারাগার ও অন্যান্য জায়গায় বন্দি ইরানি নাগরিকদের মুক্তি দিতে হবে। কিন্তু আপনার সরকার উদাসীনভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং ইরানি পণবন্দীদের জীবন ঝুঁকির মুখে ফেলেছে। আপনাদের কথা নয় বরং সারা বিশ্ব আমেরিকার কর্মকাণ্ড দেখছে। আপনারা আমাদের নাগরিকদের মুক্তি দিন।”
আব্বাস মুসাভির এই বক্তব্যের ২৪ ঘন্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ঘোষণা করেন যে, দেড় বছর আগে ইরান বন্দীবিনিময় করার কথা বলেছে কিন্তু আমেরিকা কোনো জবাব দেয় নি। এর আগে গত রোববার ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, ইরান কোনো রকমের শর্ত ছাড়া আমেরিকার সঙ্গে বন্দীবিনিময় করতে প্রস্তুত রয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১২