ইরাকি প্রেসিডেন্টের সঙ্গে ইরানের জ্বালানীমন্ত্রীর সাক্ষাৎ: বাড়বে দ্বিপক্ষীয় সহযোগিতা
https://parstoday.ir/bn/news/iran-i80405-ইরাকি_প্রেসিডেন্টের_সঙ্গে_ইরানের_জ্বালানীমন্ত্রীর_সাক্ষাৎ_বাড়বে_দ্বিপক্ষীয়_সহযোগিতা
জ্বালানী খাতে ইরানের সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে ইরাক। বাগদাদ সফররত ইরানের জ্বালানীমন্ত্রী রেজা আরদাকানিয়ান আজ (বুধবার) ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ’র সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই আগ্রহ প্রকাশ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৩, ২০২০ ১৭:৪৬ Asia/Dhaka
  • ইরাকি প্রেসিডেন্টের সঙ্গে ইরানের জ্বালানীমন্ত্রীর সাক্ষাৎ: বাড়বে দ্বিপক্ষীয় সহযোগিতা

জ্বালানী খাতে ইরানের সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে ইরাক। বাগদাদ সফররত ইরানের জ্বালানীমন্ত্রী রেজা আরদাকানিয়ান আজ (বুধবার) ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ’র সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে আরদাকানিয়ান ও সালিহ বিদ্যুৎ ও জ্বালানী খাতে দু’দেশের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। সফরে ইরানের জ্বালানীমন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি ও সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

ইরানের জ্বালানীমন্ত্রী রেজা আরদাকানিয়ান 

এর আগে আজ সকালে বাগদাদে পৌঁছে ইরানের জ্বালানীমন্ত্রী ইরাকের বিদ্যুৎমন্ত্রীর পাশাপাশি দেশটির অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বিস্তার সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরাক সরকার সেদেশের বিদ্যুৎ ও জ্বালানী খাতে ইরানের সহযোগিতা গ্রহণ করে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।