ইরানে পৌঁছেছেন মার্কিন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ডাক্তার
https://parstoday.ir/bn/news/iran-i80526-ইরানে_পৌঁছেছেন_মার্কিন_কারাগার_থেকে_মুক্তিপ্রাপ্ত_ডাক্তার
মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ইরানি চিকিৎসক মাজিদ তাহেরি আজ (সোমবার) ভোরে দেশে পৌঁছেছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুন ০৮, ২০২০ ১৪:৫৬ Asia/Dhaka
  • ইরানি চিকিৎসক
    ইরানি চিকিৎসক

মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ইরানি চিকিৎসক মাজিদ তাহেরি আজ (সোমবার) ভোরে দেশে পৌঁছেছেন।

তেহরানে ইমাম খোমেনি (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। মার্কিন সরকার ১৬ মাস আগে একতরফা নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ডা. মাজিদ তাহেরিকে আটক করেছিল।

বিমান বন্দরে মুক্তিপ্রাপ্ত ইরানি ডাক্তার

এদিকে, ইরানে আটক মার্কিন নাগরিক মাইকেল হোয়াইটও কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মাইকেল হোয়াইট নিরাপত্তা সংক্রান্ত মামলায় ইরানি কারাগারে আটক ছিলেন। এই মামলার বাদীরা অভিযোগ প্রত্যাহার করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ইসলামে ক্ষমা প্রদর্শনের নীতি অনুসরণ করা হয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের চৌকস বাহিনী মাইকেল হোয়াইটের নানা অবৈধ তৎপরতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করেছিল।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।