ইরানের যেসব দর্শনীয় স্থান দেখে পর্যটকেরা বিস্মিত হন
(last modified Sat, 27 Jun 2020 06:41:42 GMT )
জুন ২৭, ২০২০ ১২:৪১ Asia/Dhaka
  • পুলে তাবিয়াত বা প্রকৃতি সেতু তেহরানের সবচেয়ে বড় ফুট ওভারব্রিজ বা উড়াল সেতু।
    পুলে তাবিয়াত বা প্রকৃতি সেতু তেহরানের সবচেয়ে বড় ফুট ওভারব্রিজ বা উড়াল সেতু।

ইতিহাস-ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র উপাদানে সমৃদ্ধ দেশ ইরান। এই ইরানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দর্শনীয় অনেক নিদর্শন। পারস্য সভ্যতার দেশ হিসেবে পরিচিত ইরানকে ২০১৮ সালে বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল পর্যটন গন্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব পর্যটন সংস্থা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (ইউএনডব্লিউটিও)।

কবি হাফিজ শিরাজির সমাধি

সুপ্রাচীন ইতিহাসের সাথে ইরানের নাম সবসময়ই অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশটির ঐতিহাসিক দর্শনীয় স্থান, পৌরাণিক কথা, আখ্যান যেকোনো পর্যটককে মুগ্ধ করে।

পারসেপোলিস, শিরাজ।

উত্তরপূর্ব শিরাজ প্রদেশের অসাধারণ প্রাচীন শহর পারসেপোলিস থেকে শুরু করে প্রাচীন মানববসতিসহ দেশটির সকল দর্শনীয় স্থান দেখে বিস্মিত হন পর্যটকেরা।  

শেখ লুতফুল্লাহ মসজিদ, ইস্ফাহান।

আপনি যদি সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে ইরান আপনার জন্য হবে স্বর্গ। আপনি যদি শিল্পে আগ্রহী হোন তাহলে এখানকার মনোমুগ্ধকর স্থাপত্য ও জাদুঘর আপনাকে আনন্দিত করে তুলবে। আর প্রকৃতিপ্রেমীদের জন্য ইরানে রয়েছে সেরা সেরা কিছু প্রাকৃতিক আকর্ষণ।

আজাদি টাওয়ার, তেহরান।

ইরানের বিভিন্ন প্রাচীন শহরকে আধুনিকভাবে দৃষ্টিনন্দন রূপে রূপান্তর করা হয়েছে। এখানে এখনও অনেক প্রাচীন স্থান ও স্থাপনা রয়েছে যেগুলোকে তার অনন্য রূপে সংরক্ষণ করা হয়েছে। এই গ্যালারিতে ইরানের কিছু দর্শনীয় পর্যটন স্পটের ছবি স্থান পেয়েছে।

বুরুজের্দি হাউজ, কাশান।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ