ইরানের প্রতিরক্ষানীতি আত্মরক্ষামূলক কিন্তু রণকৌশল আক্রমণাত্মক: সালামি
https://parstoday.ir/bn/news/iran-i81833-ইরানের_প্রতিরক্ষানীতি_আত্মরক্ষামূলক_কিন্তু_রণকৌশল_আক্রমণাত্মক_সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ শত্রুর শক্তি ও দুর্বল দিকগুলো চিহ্নিত করে নিজের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম তৈরি করেছে। এ ছাড়া, শক্তিমত্তার সঙ্গে ইরানি জনগণের স্বার্থ সমুন্নত রাখার নিশ্চয়তা দেয়ার লক্ষ্যে আইআরজিসি’র সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২৯, ২০২০ ০৫:৫৩ Asia/Dhaka

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ শত্রুর শক্তি ও দুর্বল দিকগুলো চিহ্নিত করে নিজের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম তৈরি করেছে। এ ছাড়া, শক্তিমত্তার সঙ্গে ইরানি জনগণের স্বার্থ সমুন্নত রাখার নিশ্চয়তা দেয়ার লক্ষ্যে আইআরজিসি’র সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জেনারেল সালামি গতকাল (মঙ্গলবার) পারস্য উপসাগরে আইআরজিসি’র চলমান ‘বিশ্বনবী (সা.)-১৪’ মহড়ার অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

আইআরজিসি'র গানবোট তেকে নিক্ষেপ করা হচ্ছে ক্ষেপণাস্ত্র

তিনি বলেন, ইরানি জনগণের স্বার্থ সমুন্নত রাখার লক্ষ্যে আমাদের প্রতিরক্ষা নীতি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। কিন্তু রণকৌশলে আমাদের নীতি সম্পূর্ণ আক্রমণাত্মক।যুদ্ধ শুরু হলে আমরা কাউকে ছেড়ে কথা বলব না।জেনারেল সালামি বলেন, আজ আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন ও নৌবাহিনী যে রণকৌশল প্রদর্শন করেছে তা ছিল সম্পূর্ণ আক্রমণাত্মক।

মার্কিন রণতরীর ডামিতে আঘাত হানছে আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র

গতকালের মহড়ায় প্রদর্শিত রণকৌশলগুলোর অন্যতম ছিল একটি মার্কিন বিমানবাহী রণতরীর ডামি’তে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং শত্রুবাহিনীকে পর্যুদস্ত করে হেলিকপ্টার থেকে ওই রণতরীর ডেকে ইরানি সেনা কমান্ডোদের অবতরণ। ইরানের হরমুজগান প্রদেশের বিস্তীর্ন উপকূল, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে এ মহড়া অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।