ইরানি শিশুদের মাস্ক ব্যবহার
https://parstoday.ir/bn/news/iran-i82007-ইরানি_শিশুদের_মাস্ক_ব্যবহার
ইরানে করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বাইরে গেলেই সবাইকে মাস্ক পরতে হচ্ছে। এমনকি মাস্ক ছাড়া বাইরে বের হওয়া শিশুদের জন্যও মানা। ডাক্তারদের পরামর্শ হলো, সব বয়সের মানুষকেই মাস্ক পরতে হবে, এর ফলে ঝুঁকি কমবে। শিশুরাও এর বাইরে নয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ০৪, ২০২০ ১৫:৩৫ Asia/Dhaka
  • ইরানি শিশুদের মাস্ক ব্যবহার
    ইরানি শিশুদের মাস্ক ব্যবহার

ইরানে করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বাইরে গেলেই সবাইকে মাস্ক পরতে হচ্ছে। এমনকি মাস্ক ছাড়া বাইরে বের হওয়া শিশুদের জন্যও মানা। ডাক্তারদের পরামর্শ হলো, সব বয়সের মানুষকেই মাস্ক পরতে হবে, এর ফলে ঝুঁকি কমবে। শিশুরাও এর বাইরে নয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজকে এবং সমাজকে বাঁচাতে ইরানের শিশুরাও এখন নানা রঙের মাস্ক পরছেন। শিশুরা যে সদারঙিন তা তাদের মাস্কের রঙ ও ধরণ থেকেও স্পষ্ট!

পার্সটুডে/ মো.আবুসাঈদ/০৪