শিরাজের ঐতিহ্যবাহী নাসির-আল মুলক মসজিদে বর্ণিল আলোর খেলা
https://parstoday.ir/bn/news/iran-i82222-শিরাজের_ঐতিহ্যবাহী_নাসির_আল_মুলক_মসজিদে_বর্ণিল_আলোর_খেলা
নাসির-আল মুলক ইরানের ফার্স প্রদেশের শিরাজ নগরীতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। ইরানি স্থাপত্যশৌলীতে নির্মিত এই মসজিদ ইরানের অন্যতম সুন্দর একটি মসজিদ। মসজিদটিতে রয়েছে অনেক ঐতিহাসিক ইসলামি নিদর্শন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৩, ২০২০ ১০:৪৭ Asia/Dhaka

নাসির-আল মুলক ইরানের ফার্স প্রদেশের শিরাজ নগরীতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। ইরানি স্থাপত্যশৌলীতে নির্মিত এই মসজিদ ইরানের অন্যতম সুন্দর একটি মসজিদ। মসজিদটিতে রয়েছে অনেক ঐতিহাসিক ইসলামি নিদর্শন।

১৮৭৬ সালে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ১৮৮৮ সালে। নাসির আল মুলকের শাসনামলে খাজা রাজত্বের মির্জা হাসান আলি সৌন্দর্যমন্ডিত এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির নকশা করেন মোহাম্মদ হাসান আল মেমার এবং মোহাম্মাদ রেজা কাশি-সাজ ই শিরাজি।

নাসির-আল মুলক মসজিদ একটি বর্ণিল স্থাপনা। এর বর্ণিল আলোকময়তা একে অন্যান্য ঐতিহাসিক স্থাপনা থেকে আকর্ষণীয় এবং ব্যতিক্রম হিসেবে ফুটিয়ে তুলেছে। এর কাঁচের জানালাই মূল আকর্ষণ নয় বরং বর্ণিল জানালাগুলো একে দিয়েছে বৈচিত্র্যময়তা।

নাসিরুল মুলক মসজিদটির কাঁচগুলো সাজানো হয়েছে বিভিন্ন ডিজাইনে। সেই কাঁচ সকালের আলো ধারণ করে। আর বর্ণিল সেই আলো খেলা করে মসজিদের ফ্লোরে। আলোর এই বর্ণিল খেলার জন্য একে পিঙ্ক মসজিদও বলা হয়। মসজিদটির কিছু টাইলস সাজানো হয়েছে গোলাপি রঙে। জ্যামিতিক নকশাকৃত টাইলসগুলো পুরোপুরি তরঙ্গায়িত। হঠাৎ একে দেখলে একটি গোলাপের বাগান বলে ভুল হতে পারে। প্রতিবছর অনেক আলোকচিত্রী সেখানে যান আলোর বর্ণিলতার ছবি তুলতে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।