আফগান শান্তি প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i82405-আফগান_শান্তি_প্রক্রিয়ায়_অবদান_রাখতে_প্রস্তুত_ইরান_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন আফগান শান্তি প্রক্রিয়ার ভূমিকা রাখতে তার দেশ প্রস্তুত রয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ২০, ২০২০ ১৩:৪১ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন আফগান শান্তি প্রক্রিয়ার ভূমিকা রাখতে তার দেশ প্রস্তুত রয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমারের সঙ্গে গতকাল (বুধবার) টেলিফোন আলাপে আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি ইরানের পক্ষ থেকে সমর্থন নিশ্চিত করেন জাওয়াদ জারিফ।

টেলিফোন আলাপে দুইমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন। এছাড়া দু দেশের মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রেসিডেন্ট আশরাফ গণি (বামে) ও ড. হাসান রুহানি

এর আগে, গত জুন মাসে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আফগান প্রেসিডেন্ট আশরাফ গণিকে বলেছিলেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী তেহরান। তিনি সেসময় আফগান শান্তি প্রক্রিয়া, দেশটির স্থিতিশীলতা এবং নিরাপত্তার ব্যাপারেও ইরানের পক্ষ থেকেও সমর্থন দেন।#

পার্সটুডে/এসআইবি/২০