ক্বারি আবদুল বাসিতের অনুকরণে ইরানি শিশুর মনোমুগ্ধকর তেলাওয়াত
https://parstoday.ir/bn/news/iran-i82449-ক্বারি_আবদুল_বাসিতের_অনুকরণে_ইরানি_শিশুর_মনোমুগ্ধকর_তেলাওয়াত
জার্মানির হামবুর্গ শহরে দারুল কুরআন সেন্টার আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের অযারশাহর অঞ্চলের শিশু ক্বারি হাসানজাদেহ অংশ নিয়ে বিচারক ও দর্শকদের বিশেষ নজর কাড়ে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ২৩, ২০২০ ১৬:৫৩ Asia/Dhaka

জার্মানির হামবুর্গ শহরে দারুল কুরআন সেন্টার আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের অযারশাহর অঞ্চলের শিশু ক্বারি হাসানজাদেহ অংশ নিয়ে বিচারক ও দর্শকদের বিশেষ নজর কাড়ে।

কুরআন টিভি চ্যানেল আয়োজিত ইসরা নামের ওই প্রতিযোগিতায় হাসানজাদেহ তেলাওয়াত করে মিশরের বিখ্যাত ক্বারি আবদুল বাসিত আবদুস সামাদের অনুকরণে। তার মনোমুগ্ধকর তেলাওয়াতের প্রশংসা করেন বিচারক-দর্শক সবাই। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২২