‘প্রিয়জনের আসরে বৈচিত্র্যতা এসেছে, কুইজ যেন অব্যাহত থাকে’
আসসালামু আলাইকুম। আমি আপনাদের শ্রোতা। এছাড়া ফেসবুক পাতা এবং ওয়েবসাইটের পাঠক। বেশকিছু দিন আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনিনি। কারণটাও খুব সঙ্গত।
করোনা ভাইরাসের কারণে সকালের একঘণ্টা প্রাতঃভ্রমণ বন্ধ। করোনার আগে সকালে আর্কাইভ থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান চালু করে হাঁটাহাঁটি করতাম আর পুরো অনুষ্ঠান শুনতাম। এখন এ কারণে অনুষ্ঠান শোনা অনিয়মিত হয়েছে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আবার নিয়মিত শোনার চেষ্টা করছি।
অনেক দিন পর প্রিয়জনের আসর শুনলাম। অনুষ্ঠানে বৈচিত্র্যতা এসেছে শুনে খুব ভালো লাগলে। বেশি বেশি শ্রোতার চিঠি প্রচার করা শুরু হয়েছে এবং সেখান থেকে প্রত্যেকের চিঠির জিস্ট বা নির্যাস কথাটুকু প্রচার করা হোক। প্রতিদিন অন্ততঃ একজনের সাক্ষাৎকার প্রচারে অনেকেই অনুষ্ঠান শুনতে উৎসাহী হবে এবং শ্রোতা হিসাবেও তার স্বীকৃতি মিলবে। যাদের চিঠির বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ নয়, তাদের নাম প্রাপ্তিস্বীকারে থাকাটাই শ্রেয়।
শ্রোতাদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ এবং এটা যেন অব্যাহত থাকে। প্রিয়জনসহ সংশ্লিষ্ট সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। দ্রুত সারাবিশ্ব করোনা মুক্ত হয়ে সুস্থ ও নিরাপদ হয়ে উঠুক। আমিন।
বিনীত
মোহাম্মদ জিল্লুর রহমান
সতিশ সরকার রোড,
গেন্ডারিয়া, ঢাকা।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।