ইরানে দ্বিতীয় দিনের মহড়া চলছে; লক্ষ্যবস্তুতে 'কাদের' ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত
https://parstoday.ir/bn/news/iran-i82978-ইরানে_দ্বিতীয়_দিনের_মহড়া_চলছে_লক্ষ্যবস্তুতে_'কাদের'_ক্ষেপণাস্ত্রের_নিখুঁত_আঘাত
পারস্য উপসাগরে চলমান সামরিক মহড়ায়‌ আজ (শুক্রবার) 'কাদের' ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুর কল্পিত অবস্থানে সাফল্যের সঙ্গে আঘাত হানা হয়েছে। 'কাদের' হচ্ছে উপকূল থেকে সাগরে নিক্ষেপযোগ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২০ ১৫:২৫ Asia/Dhaka

পারস্য উপসাগরে চলমান সামরিক মহড়ায়‌ আজ (শুক্রবার) 'কাদের' ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুর কল্পিত অবস্থানে সাফল্যের সঙ্গে আঘাত হানা হয়েছে। 'কাদের' হচ্ছে উপকূল থেকে সাগরে নিক্ষেপযোগ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র।

'জুলফিকার-৯৯' নামের এই মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ সম্পর্কে বলেছেন, 'কাদের' ক্ষেপণাস্ত্র উপকূল থেকে ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। ইরানের সেনাবাহিনীর কাছে বিভিন্ন পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তিনি জানান।

এর আগে ইরানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সাগর উপকূলজুড়ে বহু রয়েছে বহু ক্ষেপণাস্ত্র শহর। এগুলো মাটির নিচে তৈরি করা হয়েছে এবং এসব শহর থেকেই সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়।

গতকাল থেকে পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল নৌ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা জুড়ে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্য তারা জুলফিকার-৯৯ নামে এ মহড়া চালাচ্ছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।