যেকোনো স্থানের যেকোনো হুমকি নস্যাৎ করতে সক্ষম ইরান: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i83287-যেকোনো_স্থানের_যেকোনো_হুমকি_নস্যাৎ_করতে_সক্ষম_ইরান_প্রতিরক্ষামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ১৯৮০ থেকে ‘৮৮ সাল পর্যন্ত পশ্চিমা সমর্থিত ইরাকি আগ্রাসন-বিরোধী পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ থেকে মূল্যবান অনেক কিছু অর্জিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২০ ০৯:১১ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ১৯৮০ থেকে ‘৮৮ সাল পর্যন্ত পশ্চিমা সমর্থিত ইরাকি আগ্রাসন-বিরোধী পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ থেকে মূল্যবান অনেক কিছু অর্জিত হয়েছে।

গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক অনলাইন বৈঠকে তিনি বলেন, “বলদর্পী শক্তিগুলোর নিষ্ঠুর হুমকি সত্ত্বেও ইরান এখন বিজ্ঞান ও রাজনীতি, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে যেকোনো ঝুঁকির উৎসমূল তা যদি ইরানি সীমান্তের বাইরে হয়, তাহলেও তা চিহ্নিত ও নস্যাৎ করতে সক্ষম।”

ইরানের বিরুদ্ধে ইরাকি আগ্রাসনের ৪০তম বার্ষিকী উপলক্ষে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন করছে ইরান। এ উপলক্ষে এরইমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং তিনি তাতে বলেছেন, বিদেশি সমর্থনপুষ্ট স্বৈরশাসক সাদ্দামের ওই আগ্রাসন প্রমাণ করেছে যে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে তাতে চড়া মূল্য দিতে হবে।”

ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

গতকালের বৈঠকে জেনারেল আমির হাতামি আরো বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার আরো অপমান ঠেকানোর লক্ষ্য নিয়ে চলতি বছরের প্রথম দিকে সন্ত্রাসবাদ-বিরোধী ইরানি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অধিকার রাখে ইরান।

জেনারেল হাতামি বলেন, মধ্যপ্রাচ্য থেকে শত্রুরা সম্পূর্ণ উচ্ছেদ এবং এ অঞ্চল আন্তর্জাতিক বলদর্পিতা মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসআইবি/২৩