জাতীয় নিরাপত্তা না থাকলে অন্যান্য মূল্যবোধ সমস্যার সম্মুখীন হয়: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i83790-জাতীয়_নিরাপত্তা_না_থাকলে_অন্যান্য_মূল্যবোধ_সমস্যার_সম্মুখীন_হয়_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, জাতীয় নিরাপত্তা না থাকলে অন্যান্য গুরুত্বপূর্ণ মূল্যবোধ সমস্যার সম্মুখীন হয়। তিনি আজ সশস্ত্র বাহিনীর বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন। করোনা মহামারির কারণে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানে যোগ দেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১২, ২০২০ ১৪:৫৭ Asia/Dhaka
  • জাতীয় নিরাপত্তা না থাকলে অন্যান্য মূল্যবোধ সমস্যার সম্মুখীন হয়: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, জাতীয় নিরাপত্তা না থাকলে অন্যান্য গুরুত্বপূর্ণ মূল্যবোধ সমস্যার সম্মুখীন হয়। তিনি আজ সশস্ত্র বাহিনীর বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন। করোনা মহামারির কারণে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানে যোগ দেন।

সর্বোচ্চ নেতা আরো বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর আরও অনেক দায়িত্ব রয়েছে। জনগণের সেবা করা সশস্ত্র বাহিনীর অন্যতম বড় দায়িত্ব। করোনা মহামারী মোকাবেলায় সশস্ত্র বহিনী সক্রিয়ভাবে মাঠে রয়েছে বলে তিনি জানান।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, বাঁধ ও শোধনাগার নির্মাণসহ দেশের অবকাঠামোগত উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সহযোগিতা দেওয়া সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

করোনা মহামারী মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। সর্বোচ্চ নেতা বলেন, সশস্ত্র বাহিনী মানুষের দৈনন্দিন সমস্যা মোকাবেলা এবং ত্রাণ তৎপরতায় ব্যাপক সহযোগিতা করছে।

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।