অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার স্বয়ংক্রিয় লঞ্চার উদ্বোধন করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i84384-অবিরত_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_ছোড়ার_স্বয়ংক্রিয়_লঞ্চার_উদ্বোধন_করল_ইরান
অত্যাধুনিক মিসাইল-লঞ্চার উদ্বোধন করেছে ইরান। এটি স্বয়ংক্রিয় একটি ব্যবস্থা। বিরতিহীনভাবে দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে এই মিসাইস লঞ্চারের।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৪, ২০২০ ১৭:২১ Asia/Dhaka
  • অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার স্বয়ংক্রিয় লঞ্চার উদ্বোধন করল ইরান

অত্যাধুনিক মিসাইল-লঞ্চার উদ্বোধন করেছে ইরান। এটি স্বয়ংক্রিয় একটি ব্যবস্থা। বিরতিহীনভাবে দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে এই মিসাইস লঞ্চারের।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি আজ (বুধবার) নতুন ধরণের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উদ্বোধন করেন। তিনি এ সম্পর্কে বলেছেন, এই লঞ্চার ইরানের যুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে।

 

তিনি আরও বলেন, 'ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি জোরদার হওয়ার অর্থ হলো শত্রুদের দেহে কাঁপুনি সৃষ্টি হওয়া। আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুদের পরাজয়ের নিশ্চয়তা দেয়।'

তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লবের প্রভাব দিন দিন বাড়ছে, পাশাপাশি ইসলামের শত্রুরা ক্রমেই দুর্বল হচ্ছে। তবে শত্রুদের হুমকি এখনও রয়ে গেছে। শত্রুদেরকে মনস্তাত্ত্বিক ও কৌশলগত ক্ষেত্রসহ সব দিক থেকে মোকাবেলার ওপর জোর দেন জেনারেল সালামি।# 

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।