ইরানের কুহদাশত অঞ্চলের সুস্বাদু ডালিম
নভেম্বর ০৯, ২০২০ ১৭:৩৪ Asia/Dhaka
-
ইরানের কুহদাশত অঞ্চলের সুস্বাদু ডালিম
ইরানের বিভিন্ন শহরের মত কুহদাশতের ডালিমও সুস্বাদু। অনুকূল আবহাওয়া ও ভাল মাটির কারণে প্রতিবছর এ অঞ্চলটিতে ডালিমের ফসল খুবই ভালো হয়।
ডালিম চাষাবাদের কারণে এ অঞ্চলের বহু যুবকের বেকারত্ব দূর হয়েছে এবং অগণিত পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। এ অঞ্চলের ডালিম বিশ্বের বহু দেশে রফতানি হয়ে থাকে। #
পার্সটুডে/মো.আবুসাঈদ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ