রাফায়েল গ্রোসির বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে রয়টার্স: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i85452-রাফায়েল_গ্রোসির_বক্তব্য_বিভ্রান্তিকরভাবে_উপস্থাপন_করেছে_রয়টার্স_ইরান
ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি কখনোই বলেননি যে, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হলে নতুন করে ইরানের সঙ্গে চুক্তি সই করতে হবে। কাজেই এ সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্স যে শিরোনাম করেছে তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২০, ২০২০ ০৬:১৬ Asia/Dhaka
  • রাফায়েল গ্রোসির সঙ্গে কাজেম গারিবাবাদির সাক্ষাৎ
    রাফায়েল গ্রোসির সঙ্গে কাজেম গারিবাবাদির সাক্ষাৎ

ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি কখনোই বলেননি যে, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হলে নতুন করে ইরানের সঙ্গে চুক্তি সই করতে হবে। কাজেই এ সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্স যে শিরোনাম করেছে তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতরাতে রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন। তিনি বলেন, আইএইএ’র মহাপরিচালক রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একবারও বলেননি, ইরানের সঙ্গে নতুন করে চুক্তি সই করতে হবে। 

গ্রোসি ওই সাক্ষাৎকারে বলেন, পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার জন্য ইরানের পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে এবং এজন্য তেহরানকে আইএইএ’র সঙ্গে একটি সম্পূরক প্রটোকল সই করতে হবে।

গরিবাবাদি বলেন, রাফায়েল গ্রোসির এই বক্তব্যটুকুও দেয়া উচিত হয়নি এবং এ সম্পর্কে তেহরান গত বৃহস্পতিবার তার প্রতিক্রিয়া জানিয়েছে।

ইরানের এই কূটনীতিক বলেন, বার্তা সংস্থা রয়টার্স তার গোপন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সাংবাদিকতার নীতিনৈতিকতা বিসর্জন দিয়েছে।

রয়টার্স গত বৃহস্পতিবার রাফায়েল গ্রোসির উদ্ধৃতি দিয়ে জানায় যে, তিনি বলেছেন, পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে হলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানকে নতুন করে চুক্তি সই করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।