পারস্য উপসাগরের সামরিকীকরণ কারো স্বার্থ রক্ষা করবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i85692
পারস্য উপসাগরকে সামরিকীকরণের লক্ষ্যে এ অঞ্চলে যেকোনো হঠকারিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান।ইরান বলেছে, যেকোনো ধরনের হটকারিতা এ অঞ্চলের হোক বা বহির্বিশ্বের হোক- কোনো দেশের স্বার্থ রক্ষা করবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২০ ০৮:০৯ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

পারস্য উপসাগরকে সামরিকীকরণের লক্ষ্যে এ অঞ্চলে যেকোনো হঠকারিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান।ইরান বলেছে, যেকোনো ধরনের হটকারিতা এ অঞ্চলের হোক বা বহির্বিশ্বের হোক- কোনো দেশের স্বার্থ রক্ষা করবে না।

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি গতকাল (মঙ্গলবার) তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “পারস্য উপসাগরের সামরিকীকরণ এ অঞ্চল বা বিশ্বের কোনো দেশের স্বার্থ রক্ষা করবে বলে আমরা মনে করি না।”

আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও বিভাজনমূলক নীতি পরিহারের পাশাপাশি নিজের সীমান্তের বাইরে যেকোনো হঠকারী পদক্ষেপ থেকে বিরত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাবিয়ি এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন মার্কিন নৌবাহিনী গত সোমবার ঘোষণা করে, তাদের একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন পারস্য উপসাগরে অনুপ্রবেশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকীর আগ মুহূর্তে আমেরিকা এ পদক্ষেপ নিল। তেহরান বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, জেনারেল সোলায়মানির হত্যাকারীরা বিনা শাস্তিতে পার পাবে না।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।