দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থ দ্রুত ফেরত দিতে হবে: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i85962-দক্ষিণ_কোরিয়ায়_আটকে_থাকা_ইরানি_অর্থ_দ্রুত_ফেরত_দিতে_হবে_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ নিজেদের উপর অর্পিত দায়িত্বতো পালন করেইনি বরং মার্কিন অপরাধে শরিক হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২১ ১৯:৩৮ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ নিজেদের উপর অর্পিত দায়িত্বতো পালন করেইনি বরং মার্কিন অপরাধে শরিক হয়েছে।

ইরানে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরুর বিষয়ে তিন ইউরোপীয় দেশের বিবৃতি প্রসঙ্গে আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, ইউরোপীয়রা এটা ভালো করেই জানে ইরান পরমাণু বিষয়ক প্রতিশ্রুতি হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে তা পরমাণু সমঝোতারই অংশ। পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারায় এই অনুমতি দেওয়া হয়েছে।

সাঈদ খাতিবজাদে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের ইরান সফরের প্রতি ইঙ্গিত করে বলেন, দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের পাওনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই এই প্রতিনিধিদল তেহরানে এসেছে।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ দ্রুত ফেরত দিতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ায় ইরানের প্রায় সাতশ' কোটি ডলার আটকে আছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী সরকার প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার সবচেয়ে ঘৃণ্য সরকার সবচেয়ে লজ্জাজনকভাবে কায়দায় বিদায় নিচ্ছে। তারা অন্যায়ভাবে অনেক রক্ত ঝরিয়েছে। আমেরিকাকে এসবের জন্য জবাবদিহি করতে হবে।#    

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।