তেহরান চুল্লির জ্বালানি উৎপাদনে ইরান গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছে
-
কাজেম গরিবাবদি
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, তেহরান পরমাণু গবেষণা চুল্লির জন্য জ্বালানি উৎপাদন করতে তার দেশ গবেষণা এবং উন্নয়ন তৎপরতা শুরু করেছে।
তিনি বলেন, তেহরান পরমাণু চুল্লির জন্য উন্নতমানের জ্বালানি তৈরির নকশা প্রণয়নের কাজ চলছে। প্রথম পর্যায়ে ইউরোনিয়াম ধাতু তৈরি করতে প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহার করা হবে। গতকাল (বুধবার) এক টুইটার পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন।

গরিবাবাদি বলেন, আইএইএ-কে এরইমধ্যে বিষয়টি জানানো হয়েছে এবং সংস্থাটি এ সংক্রান্ত তথ্য গ্রহণ করেছে; পাশাপাশি স্থাপনা স্থাপনা পরিদর্শনের কাজ শেষ করেছে।
আইএইএ এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে যে, সংস্থার সদস্য দেশগুলোকে মহাপরিচালক রাফায়েল মারিয়ানো ইরানের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন।#
পার্সটুডে/এসআইবি/১৪