ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকীর ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু
https://parstoday.ir/bn/news/iran-i86642-ইরানে_ইসলামী_বিপ্লব_বার্ষিকীর_১০_দিনব্যাপী_অনুষ্ঠানমালা_শুরু
সারা ইরানে আজ (রোববার) থেকে শুরু হয়েছে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩১, ২০২১ ১৬:০০ Asia/Dhaka
  • ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকীর ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু

সারা ইরানে আজ (রোববার) থেকে শুরু হয়েছে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা।

১৯৭৯ সালের এই দিনে (ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী) ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) প্রায় ১৫ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আসেন এবং এর ১০ দিন পর বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে।

এই ১০ দিনকে ইরানে ‘আলোকোজ্জ্বল ১০ প্রভাত’ নামে অভিহিত করা হয়।

ইসলামী বিপ্লবের বিজয়ের মাধ্যমে ইরানের মাটি থেকে চিরতরে মুছে যায় আড়াই হাজার বছরের রাজতান্ত্রিক শাসনব্যবস্থা। উৎখাত হয় আমেরিকার পদলেহী রেজা শাহ সরকার।

ইমাম খোমেনী (রহ.)'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সকাল থেকে আলোকোজ্জ্বল ১০ প্রভাতের অনুষ্ঠান শুরু হয়। তবে করোনাভাইরাস মহামারির কারণে বিভিন্ন অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি গতকাল বিপ্লব বার্ষিকী উপলক্ষে বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে ধর্ম ভিত্তিক জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই মহান বিপ্লবের মাধ্যমেই।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।