‘শ্রোতারা চাতকের ন্যায় অপেক্ষা করে তাদের চিঠির জবাব শোনার জন্য’
https://parstoday.ir/bn/news/iran-i87088-শ্রোতারা_চাতকের_ন্যায়_অপেক্ষা_করে_তাদের_চিঠির_জবাব_শোনার_জন্য’
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। রেডিও তেহরান বর্তমানে বাংলা ভাষাভাষী শ্রোতাদের নিকট এক আস্থার নাম। রেডিও তেহরান থেকে প্রচারিত প্রতিদিনের তরতাজা বিশ্ব সংবাদ শ্রোতাদের সঠিক ও সত্য খবরের চাহিদা মিটিয়ে থাকে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১২:৫৫ Asia/Dhaka
  • ‘শ্রোতারা চাতকের ন্যায় অপেক্ষা করে তাদের চিঠির জবাব শোনার জন্য’

আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। রেডিও তেহরান বর্তমানে বাংলা ভাষাভাষী শ্রোতাদের নিকট এক আস্থার নাম। রেডিও তেহরান থেকে প্রচারিত প্রতিদিনের তরতাজা বিশ্ব সংবাদ শ্রোতাদের সঠিক ও সত্য খবরের চাহিদা মিটিয়ে থাকে।

২৫ জানুয়ারি রেডিও তেহরান থেকে অন্যান্য সকল নিয়মিত পরিবেশনার পাশাপাশি ছিল শ্রোতাদের নিকট সপ্তাহের সবথেকে আকর্ষণীয় পর্ব প্রিয়জনের আসর। শ্রোতারা সারা সপ্তাহ চাতকের ন্যায় অপেক্ষা করে থাকে সুদূর পারস্য উপসাগর থেকে ইথারে ভেসে আসা তাদের চিঠির জবাব শোনার জন্য। প্রতিটি শ্রোতার নিকট এ এক অন্যরকম অনুভূতি যা লিখে বোঝানো যাবে না।

ওই দিন প্রিয়জনের আসর শুরু হয় কিশোরগঞ্জের শ্রোতা বোন শরিফা আক্তার পান্নার মেইল দিয়ে অতঃপর আমার মেইল সহ বেশ কিছু শ্রোতার মেইল পড়া হয় এবং কিছু মেইলের প্রাপ্তি স্বীকার করা হয়। প্রিয়জন আসরের বিশেষ আকর্ষণ ছিল টাঙ্গাইলের শ্রোতাবন্ধু মোবারক হোসেন ফনির সাক্ষাৎকার। রেডিও তেহরান নিয়ে তার অনুভূতি চমৎকার লেগেছে। তার প্রস্তাবগুলোর সাথে আমিও একমত পোষণ করছি।

আশা করি রেডিও তেহরান কর্তৃপক্ষ পূর্বের ন্যায় নিউজ লেটার, বিভিন্ন ম্যাগাজিন ও ক্যালেন্ডার শ্রোতাদের পাঠাবে; এতে করে শ্রোতারা চাঙ্গা হবে যাতে করে নিয়মিত অনুষ্ঠান শুনতে ও বেশী বেশী পত্র লিখতে উৎসাহিত হবে। পরিশেষে রেডিও তেহরানের সাফল্য কামনায় আজকের মতো ইতি টানছি। 

 

শাওন হোসাইন 

সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ 

গ্রাম: খোশবাড়ী, পোস্ট: খানগঞ্জ 

থানা: রাজবাড়ী সদর, জেলা: রাজবাড়ী। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।