মার্কিন ঘাঁটিতে আঘাত হানা 'কিয়াম' মডেলের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i87166-মার্কিন_ঘাঁটিতে_আঘাত_হানা_'কিয়াম'_মডেলের_ক্ষেপণাস্ত্র_প্রদর্শন_করল_ইরান
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আজ (বুধবার) রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে প্রদর্শন করা হয়েছে।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২১ ১৬:৫৬ Asia/Dhaka
  • মার্কিন ঘাঁটিতে আঘাত হানা 'কিয়াম' মডেলের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আজ (বুধবার) রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে প্রদর্শন করা হয়েছে।

এই স্কয়ারের পাশ দিয়ে যখন ইসলামী বিপ্লব বিজয়ের ৪২তম বার্ষিকীর শোভাযাত্রা চলছিল তখন সেখানে এসব ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষা শক্তির প্রতীক হিসেবে শোভা পাচ্ছিল।

'জুলফিকার বাসির', 'দেজফুল' ও 'কিয়াম' মডেলের একটি করে ক্ষেপণাস্ত্র সেখানে রাখা হয়। তিনটি ক্ষেপণাস্ত্রই ইরানের গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত।

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দেজফুল ক্ষেপণাস্ত্রটির পাল্লা এক হাজার কিলোমিটার। 'জুলফিকার বাসির' এর পাল্লা হচ্ছে ৭০০ কিলোমিটার। এতে রয়েছে অপটিক্যাল ডিভাইস যা দিয়ে সাগরে ভাসমান যানকে সহজে আঘাতে হানতে পারে।

এছাড়া 'কিয়াম' ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ৮০০ কিলোমিটার। ছোড়ার পরও এটিকে নিয়ন্ত্রণ করা যায়। ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানি শহীদ হওয়ার পর ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। #

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।