‘সিরিয়ায় রেডলাইন অতিক্রম করলে ইসরাইলকে সমুচিত জবাব দেবে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i87400-সিরিয়ায়_রেডলাইন_অতিক্রম_করলে_ইসরাইলকে_সমুচিত_জবাব_দেবে_ইরান’
ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি বলেছেন, সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তার দেশ। তিনি আরো বলেছেন, সাম্প্রতিক সময়ে দামেস্কের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো আবেদন পায়নি তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ০৬:৩৭ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি
    ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি

ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি বলেছেন, সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তার দেশ। তিনি আরো বলেছেন, সাম্প্রতিক সময়ে দামেস্কের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো আবেদন পায়নি তেহরান।

তিনি রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান। খাজি বলেন, সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন সেদেশে ইরানের সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি বলেন, সেসব দেশকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে যেসব দেশ দামেস্কের অনুমতি ছাড়া দেশটিতে দখলদারিত্ব বজায় রেখেছে।

সিরিয়ায় মোতায়েন হিজবুল্লাহ ও ইরানি সৈন্যদের অবস্থানে ইহুদিবাদী ইসরাইলের একের পর এক হামলা সম্পর্কে খাজি বলেন, দায়েশসহ উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় ইরানের উপস্থিতি রয়েছে। কাজেই ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের রেডলাইন অতিক্রম করে তাহলে তাকে সমুচিত জবাব দেয়া হবে।  ইরানের জবাবে তেল আবিবকে অনুতপ্ত হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।#

 পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।