ইরানের সাবেক তেলমন্ত্রীকে মোসাদের হত্যা প্রচেষ্টার খবর ভিত্তিহীন
https://parstoday.ir/bn/news/iran-i89068
লেবাননে ইরানের সাবেক তেলমন্ত্রী রুস্তাম কাসেমিকে হত্যা প্রচেষ্টার খবর ভিত্তিহীন। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের আইআরআইবি বার্তা সংস্থা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ২৪, ২০২১ ১৫:৪০ Asia/Dhaka
  • রুস্তাম কাসেমি
    রুস্তাম কাসেমি

লেবাননে ইরানের সাবেক তেলমন্ত্রী রুস্তাম কাসেমিকে হত্যা প্রচেষ্টার খবর ভিত্তিহীন। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের আইআরআইবি বার্তা সংস্থা।

তারা বলেছে নির্ভরযোগ্য সূত্র থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে, সাবেক তেলমন্ত্রীকে হত্যা প্রচেষ্টার খবরের কোনো ভিত্তি নেই এবং তিনি পুরোপুরি সুস্থ আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে ইরানের সাবেক তেলমন্ত্রী রুস্তাম কাসেমিকে হত্যা প্রচেষ্টার খবর প্রচার করা হয়েছে।

ভিত্তিহীন ঐসব খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সদস্যরা ইরানের সাবেক তেলমন্ত্রী রুস্তাম কাসেমিকে হত্যার চেষ্টা চালিয়েছে। তবে তিনি বেঁচে গেছেন। কিন্তু নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।

তার ছেলে মোর্তাজা কাসেমি গণমাধ্যমকে বলেছেন, "তার বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি সুস্থ আছেন। কাজ শেষে দেশে ফিরে আসবেন তিনি।"

২০১০ এর দশকে ইরানের তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুস্তাম কাসেমি।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।